TMC 21st July: ভোটের রণকৌশল নিয়ে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
তৃণমূলের তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, ধর্মতলায় প্রথম একুশে জুলাইয়ের সমাবেশ। সেখান থেকে পঞ্চায়েত কিংবা লোকসভা ভোটের রণকৌশল নিয়ে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ থেকে জ্বালানির চড়া দাম নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে কী আক্রমণ শানাবেন? সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Tags :
21 July Mamata Banerjee Speech TMC 21 July TMC Shahid Diwas TMC Martyr Day TMC Shahid Diwas 2022 TMC Martyr Day 2022 TMC Shahid Diwas History TMC Shahid Diwas Significance TMC Martyr Day Theme TMC 21 July Preparation