Abhishek Banerjee: ভুয়ো ভোটার নিয়ে অনুরাগ ঠাকুরকে পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ABP Ananda LIVE: ভুয়ো ভোটার নিয়ে অনুরাগ ঠাকুরকে পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । অনুরাগ ঠাকুরের বাসভবনে প্রতিনিধি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । পেন ড্রাইভে করে ভিডিও দিয়ে আসেন অভিষেকের প্রতিনিধি । একটি বুথে একই বাড়িতে ৪৭ জন ভোটার, অভিযোগ তোলেন অনুরাগ ঠাকুর । 'ওই বাড়িতে এখনও ৪২ জন আছেন, ৫ জন অন্যত্র গিয়েছেন'। পেন ড্রাইভে করে তথ্য দিয়ে এলেন অভিষেকের প্রতিনিধি ।

 

 

জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে মৃত অন্তত ১০ জন, জোরকদমে চলছে উদ্ধারকাজ

মেঘভাঙা বৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরের চাশোটি এলাকায়। আর তার জেরে হড়পা বানও এসেছে কিশতোয়ারের এই জায়গায়। ইতিমধ্যেই অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। প্রসঙ্গত উল্লেখ্য, এই চাশোটি এলাকা থেকেই শুরু হয় পবিত্র মাচাইল মাতা যাত্রা। অন্যদিকে কিশতোয়ারে রয়েছে হিমালয়ের অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান মা চণ্ডীর মন্দির। সেখানে যাওয়ার জন্য এই চাশোটি-ই হল শেষ গ্রাম যেখানে যানবাহন যেতে পারে। এরপর থেকে পায়ে হেঁটে যাত্রা করতে হয়। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পা বানের ফলে আপাতত এবছরের মাচাইল মাতা যাত্রা স্থগিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola