TMC:এবার সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো কর্মসূচি তৃণমূলের। ABP Ananda Live
বকেয়া দাবিতে এবার সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো কর্মসূচি তৃণমূলের। কেমন ফোন আসছে দেখুন, অডিও ক্লিপ পোস্ট সুকান্তর।
রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে ধর্না অব্যাহত। পুজোর পর ধর্না লক্ষাধিকের, হুঁশিয়ারি শুভেন্দুর। সোমবারের মধ্যে রাজ্যপাল ব্যবস্থা না নিলে পাল্টা রাজভবন অভিযান, হুঙ্কার বিরোধী দলনেতার।
অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের উদীয়মান নেতা, বলেছেন রাজ্যপাল। আশ্বস্ত করেছেন রাজ্যের বকেয়া নিয়েও, দার্জিলিঙে বৈঠকের পর দাবি কল্যাণের। বোসের মুখে কথা বসানো হচ্ছে, পাল্টা বিরোধীরা।
Tags :
Bangla News Sukanta Majumder ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News ABHISHEK BANERJEE