TMC: 'গেরুয়া জামা গায়ে দিয়ে কেশপুরে সন্ত্রাসের দিন ফিরিয়ে আনতে চাইছে', বিস্ফোরক অভিষেক
' গেরুয়া (BJP) জামা গায়ে দিয়ে কেশপুরে (Keshpur) সন্ত্রাসের দিন ফিরিয়ে আনতে চাইছে'। 'কেশপুরের মানুষ জানেন কারা কোন রঙের জামা গায়ে দেন'।' নির্বাচনের পর তৃণমূলের জামা গায়ে পরে নেওয়া যাবে না'। ' কোন অঞ্চল সভাপতি কী করছে আমার নজরে আছে'।'কয়েকজন নেতার কাজে দলের মাথা নত হলে তা সহ্য করব না'।'পঞ্চায়েতের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্য়ায় দেবেন'।' মানুষ তৃণমূলকে যেভাবে দেখতে চায় সেটাই নতুন তৃণমূল' (TMC)।
'পাহারাদারির দায়িত্বে আমি আছি'।' যাঁরা ভেবেছেন প্রার্থী হয়ে মানুষের কাজ করবেন না সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে'।'বিজেপির শক্তিবৃদ্ধি হলে বাংলার মানুষের পেটে আঘাত পড়েছে'।' ১৭ লক্ষ পরিবারের টাকা এরা আটকে রেখে দিয়েছে'।'বাংলায় জিততে পারেনি বলে টাকা আটকে রেখেছে'।' কেন্দ্রীয় সরকারের টিম কোনও ভুল ধরতে পারেনি'।' ১১ লক্ষ মানুষের তালিকা কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে'।' আগামীদিন প্রতিটি পঞ্চায়েতে শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন হবে'।'পঞ্চায়েতে মানুষ ভোট দেবেন'।' বিরোধীরা মনোনয়ন করতে না পারলে আমি করে দেব''করে-কম্মে খাওয়ার দিন শেষ'।'যাঁরা নিজেদের মধ্যে রেযারেষি করছেন, এক মাস সময় দিলাম'। (TMC Abhishek Banerjee)