Parliament Budget Session: আজ দিল্লিতে বিরোধীদের বৈঠকে থাকল না তৃণমূল | ABP Ananda LIVE
Continues below advertisement
আদানি ইস্যুতে (Adani Issue) আজও উত্তাল সংসদ (Parliament)। আদানি ইস্যুতে সংসদে আলোচনার দাবিতে বিরোধীদের (Opposition) হইহট্টগোল। দুপুর ২টো পর্যন্ত স্থগিত লোকসভার অধিবেশন। দুপুর আড়াইটে পর্যন্ত স্থগিত রাজ্যসভার অধিবেশন। গতকাল থাকলেও আজ দিল্লিতে বিরোধীদের বৈঠকে থাকল না তৃণমূল (TMC)। আজ বিরোধীদের বৈঠকে কংগ্রেস-সহ ১৬টি দল, নেই তৃণমূল।
Continues below advertisement