Panchayat Election: মনোনয়ন প্রত্যাহারে প্রার্থীকে চাপ! সাদা থান পাঠিয়ে হুমকির অভিযোগ TMC-র বিরুদ্ধে
মনোনয়ন পর্ব শেষ হতেই এবার জেলায় জেলায় মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। জয়নগরে বাম সমর্থিত নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান পাঠানোর অভিযোগ উঠল। হুমকি পোস্টার পড়েছে মুর্শিদাবাদের রানিনগরে। এনিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে।
Tags :
Elections Panchayat Election Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023