Kunal Ghosh: ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়  ২৫০ আসন নিয়ে ক্ষমতায় আসবেন: কুণাল | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: নন্দীগ্রামের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে কুণাল বলেন, 'সিপিএম বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশে রয়েছেন, তাঁদের চিহ্নিত করুন। এরা সুযোগ পেলেই সরকার ও সরকারি দলকে অন্তর্ঘাত করছে।  ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়  ২৫০ আসন নিয়ে ক্ষমতায় আসবেন। ব্যাগ গুছিয়ে রাখুন, সুন্দরবন বা কোচবিহারে পাঠাব। সুন্দরবনের বাঘ পাহারা দিতে প্রস্তুত থাকুন' । শুক্রবার নন্দীগ্রামে তৃণমূলের উপর হামলার অভিযোগে প্রতিবাদ সভা ছিল। সেখান থেকেই এমন চাঁচাছোলা হুঁশিয়ারি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।  

নবান্নে পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, টাকা নিয়ে কয়লা, বালিপাচারের মতো বেআইনি কারবারে সাহায্য করছে পুলিশের নিচুতলার একাংশ। স্বয়ং মুখ্যমন্ত্রী এই অভিযোগ তোলার পর প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। সাসপেন্ড করা হয় বারাবনি থানার OC মনোরঞ্জন মণ্ডলকে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরীর সই করা নির্দেশনামায় ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুরও উল্লেখ রয়েছে।  সম্প্রতি ভাইরাল ভিডিয়োয় বারাবনি থানায় তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিনে তাঁকে কেক খাওয়াতে দেখা যায় OC-কে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram