TMC: 'বিজেপি ভাইরাস হলে, ভ্যাকসিন তৃণমূল কংগ্রেস', অভিষেকের নিশানায় বিজেপি
'সাগরদিঘির ভোটের পর নতুন করে অক্সিজেন পেয়েছে বিজেপি'
'আগেই বলেছিলাম, সাগরদিঘিতে কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট'
ফের কংগ্রেস-সিপিএম-বিজেপি গোপন আঁতাঁতের অভিযোগ অভিষেকের
'সিপিএম কংগ্রেস শুধু তৃণমূলকে নিশানা করে, বিজেপির বিরুদ্ধে কোনও কথা বলে না'
'যতদিন আমরা আছি, ততদিন এক ছটাক জমিও বিজেপিকে ছাড়ব না'
--
কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদার পরে এবার মুর্শিদাবাদে অভিষেক।
শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যুর অভিযোগ, আক্রমণে অভিষেক
'বিবেকহীন বিরোধী দলনেতা'
'কনভয়ের ধাক্কায় একজনকে আহত হতে দেখেও হাসপাতালে নিয়ে গেল না'
'বিজেপি ভাইরাস হলে, ভ্যাকসিন তৃণমূল কংগ্রেস'
'বিজেপি নামক ভাইরাসকে মারতে পারে একমাত্র তৃণমূল'