TMC against open letter: অপর্ণাদের খোলা চিঠির পাল্টা আসরে তৃণমূলপন্থী বিশিষ্টরা

অপর্ণাদের খোলা চিঠির পাল্টা আসরে তৃণমূলপন্থী বিশিষ্টরা 
সাংবাদিক বৈঠকে কবীর সুমন, আবুল বাশার, যোগেন চৌধুরীরা
তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান দিয়ে পাশে থাকার বার্তা 
পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, নীরবতার জবাব তৃণমূলপন্থীদের 
'ভোটে তো গোলমাল হবেই, ভোট হয়ে যায় না, করাতে হয়'
'নল দিয়ে ভোট হয়, যেদিন থেকে বোধবুদ্ধি, সেদিন থেকেই দেখছি'
ভোট হিংসার জন্য মুখ্যমন্ত্রীদের দায়ী করে অপর্ণাদের চিঠি, পাল্টা জবাব কবীর সুমনের
তৃণমূলকর্মীরা সবচেয়ে বেশি মারা গেছে, শাসকের সুরেই ব্যাখ্যা কবীর সুমনের 
সাদা থানের কথা ভুলি কি করে? শাসকের পাশে থেকে পাল্টা আক্রমণ
'বলতেই পারেন এই পরিবর্তন চাইনি, কিন্তু কী চেয়েছিলেন?'
আমি চাই ৩ হাজার বছর মমতা ক্ষমতায় থাকুন, অপর্ণাদের জবাব কবীর সুমনের

অপর্ণাদের খোলা চিঠির পাল্টা সাংবাদিক বৈঠকে তৃণমূলপন্থী বিশিষ্ঠরা। পঞ্চায়েত ভোটে তো গোলমাল হবেই, মমতাকে সহ্য করতে পারছেন না। তৃণমূলকর্মীদেরই বেশি প্রাণ যাওয়ার তত্ত্ব সামনে তুলে দাবি তৃণমূলপন্থী বিশিষ্টদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola