Birbhum: দুবরাজপুরে রামনবমীর মিছিল, পাশাপাশি পা মেলাল তৃণমূল-বিজেপি
Continues below advertisement
কলকাতায় বিজেপির (BJP) বিরুদ্ধে রাস্তায় বসে ধর্না করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী লোকসভা ভোটে বিজেপিকে টক্কর দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। বিভিন্ন বিষয়ে বারবার নিশানা করেছে পদ্মশিবিরকে। রামনবমী (Ram Navami) নিয়ে তৃণমূল (TMC) ও বিজেপি একে অপরকে বারবার নিশানাও করেছে। কিন্তু কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে বীরভূমে দেখা গেল অন্য ছবি।বীরভূমের (Birbhum) দুবরাজপুরে রাম নবমীর মিছিলে একইসঙ্গে দেখা গেল তৃণমূল ও বিজেপিকে। অনুব্রতহীন বীরভূমে দেখা গেল দুই শিবিরকে একসঙ্গে রাম নবমী পালন করতে। দুবরাজপুরে একই মিছিলে হাঁটতে দেখা গেল শাসক ও বিরোধী দলের নেতা, কর্মীদের। এদিন মিছিলে যোগ দেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। ওই মিছিলেই ছিলেন তৃণমূল পরিচালিত দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে।
Continues below advertisement