Ananda Sakal ii: নন্দকুমারের পাল্টা এবার মহিষাদল মডেল, বাম-বিজেপিকে হারাতে জোট বাধল তৃণমূল ও কংগ্রেস। Bangla News
Continues below advertisement
নন্দকুমারের পাল্টা এবার মহিষাদল মডেল। বাম-বিজেপিকে হারাতে জোট বাধল তৃণমূল ও কংগ্রেস। মহিষাদলের গেঁওখালি সমবায় সমিতির ভোটে নতুন সমীকরণ। এবার হাত মেলালেন কংগ্রেস ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা! মহিষাদলের গেঁওখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন ৪৯। তার মধ্যে তৃণমূল ও কংগ্রেস সমর্থিতদের জোট পেয়েছে ৩১টি আসন। এছাড়া সিপিএম ৯টি ও বিজেপি ৯টি করে আসন পেয়েছে। নন্দকুমারে জিতেছিল সিপিএম-বিজেপি ‘জোট’। মহিষাদলে জয়ী হল কংগ্রেস-তৃণমূল ‘জোট’। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Tmc Congress ABP Ananda Bengali News