Anubrata Mandal : কাগজ-কলম দেওয়া হলেও, কোনও প্রশ্নের জবাব লিখতে চাননি অনুব্রত মণ্ডল। ABP Ananda Live
Continues below advertisement
গরু পাচার মামলার তদন্তে ঠিকমতো সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এমনটাই দাবি করা হয়েছে ইডি (ED) সূত্রে। জানা গেছে, জেরার সময় বীরভূম জেলা তৃণমূলের (TMC) সভাপতিকে কাগজ-কলম দেওয়া হলেও, তিনি কোনও প্রশ্নের জবাব লিখতে চাননি। কাল অনুব্রত মণ্ডলকে ফের তোলা হবে দিল্লির আদালতে। তখন এই বিষয়গুলি আদালতকে জানানো হবে বলে ইডি সূত্রের খবর।
Continues below advertisement
Tags :
Investigation ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital Anubratamandal ABPAnanda Ed BanglaNews Cowsmugglingcase