TMC : বেশি সংখ্য়ক মানুষের কাছে পৌঁছোতে তৃণমূল কি বেছে নিচ্ছে বিজয়া সম্মিলনীর মঞ্চকে?

দুর্নীতি ইস্য়ুতে ক্রমাগত আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে, পাল্টা জবাব নিয়ে বেশি সংখ্য়ক মানুষের কাছে পৌঁছোতে, তৃণমূল ( TMC ) কি বেছে নিচ্ছে বিজয়া সম্মিলনীর জনসংযোগর মঞ্চকে? শাসক দলের এলাকাভিত্তিক বিজয়া সম্মিলনীর ( Bijaya Sammilani ) কর্মসূচি এবং সেই মঞ্চে নেতা-নেত্রীদের মন্তব্য় ঘিরে জোরাল হচ্ছে প্রশ্ন। এনিয়ে পাল্টা সরব হয়েছে বিরোধীরা।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola