Kunal Ghosh: সুজন-সুশান্তের পর এবার তৃণমূলের নিশানায় শতরূপ ঘোষ | ABP Ananda live
Kunal Ghosh: সুজন-সুশান্তের পর এবার তৃণমূলের (TMC) নিশানায় শতরূপ ঘোষ (Satarup Ghosh)। 'হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ, শতরূপের ২২ লক্ষের গাড়ি'। সিপিএম নেতার (CPM Leader) গাড়ি কেনা নিয়ে প্রশ্ন কুণাল ঘোষের। গাড়ি কেনার তথ্য প্রকাশ্যে এনে আক্রমণে তৃণমূল। 'বাবার টাকায় গাড়ি কেনা হয়েছে, কার টাকায় গাড়ি কিনব তৃণমূল বলে দেবে?'। পাল্টা প্রশ্ন সিপিএম নেতা শতরূপ ঘোষের।