Avishek Banerjee: 'শুধু ভোটমুখী রাজ্য নয়, গোটা দেশেই SIR চালু হোক,' পোস্টে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE : ' নির্বাচন কমিশনই অনিয়ম ও ভোটার লিস্টে ত্রুটির কথা বলছে, ২০২৪-এ ত্রুটিপুর্ণ ভোটার লিস্টের ভিত্তিতেই নির্বাচন হয়েছে', অনুরাগ ঠাকুরের ভোট প্রসঙ্গে অভিযোগের পর পাল্টা পোস্ট করে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও খবর...
নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপি নেতাদের বিরুদ্ধে মোট ৭টি এফআইআর দায়ের
নবান্ন অভিযানে ধুন্ধুমার, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে FIR। মোট ৭টি FIR রুজু কলকাতা পুলিশের। অশোক দিন্দা, কৌস্তভ বাগচী ও অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে FIR রুজু। নিউ মার্কেট ও হেয়ারস্ট্রিট থানায় ৭টি FIR রুজু। পুলিশকে মারধর, হুমকির অভিযোগে মামলা রুজু। পুলিশকে হুমকির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। জওহরলাল নেহরু রোডের ভিডিও প্রকাশ লালবাজারের। হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, লালবাজার সূত্রে দাবি।