Chandrima on Assembly Chaos: বিধানসভায় তৃণমূল-বিজেপির সংঘাতের ঘটনায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ শোভনদেব-চন্দ্রিমার
Continues below advertisement
বিধানসভা চত্বরে বেনজির সংঘাতে তৃণমূল-বিজেপি। মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চ লক্ষ্য করে চোর চোর স্লোগান শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তীব্র আক্রমণ। পাল্টা বিজেপি চোর চোর বলে স্লোগান ধেয়ে এল তৃণমূলের দিক থেকেও। ২ শিবিরের মাঝখানে লালবাজারের স্পেশাল ফোর্স। প্রায় ৩০ ফুটের ব্যবধানে তৃণমূল-বিজেপির স্লোগান-পাল্টা স্লোগান। বিধানসভার সিঁড়িতে বসে বিজেপির বিক্ষোভ, অম্বেডকরের মূর্তির পাদদেশে ধর্নায় তৃণমূল। 'জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে, বিধানসভার গৌরবকে ভুলুন্ঠিত করা হল', বিধানসভার ঘটনায় মন্তব্য শোভনদেবের। তাঁর এই ঘটনাকে সমর্থন করলেন চন্দ্রিমাও।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Chandrima ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Sovondev - Bengali News