Firhad Hakim: 'ব্রিগেডের গ্রাউন্ড থেকে জনগর্জন হবে এবং দিল্লি কাঁপবে', আক্রমণ ফিরহাদ হাকিমের

ABP Ananda LIVE: 'এই ব্রিগেডের (Brigade)গ্রাউন্ড থেকে জনগর্জন হবে এবং দিল্লি (Delhi)কাঁপবে এই জনগর্জনে। এর শুরুটা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), আমরা সকলেই গিয়েছিলাম তাঁর সঙ্গে দিল্লিতে। আমাদের গ্রেফতার করা হয়েছিল, এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন, পরে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)নিজেও ধর্নায় বসেছিলেন কিন্তু দিল্লির টনক এখনও নড়েনি। ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১০০ দিনের টাকা গরীব মানুষদের রাজ্যের কোষাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। আর মোদিজি রোজ এসে মিথ্যা কথা সারা বাংলায় বলে যাচ্ছেন', ব্রিগেডে মঞ্চ থেকে আক্রমণ ফিরহাদ হাকিমের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola