
Tmc Calender: রাতারাতি কেন বদলে গেল তৃণমূলের ক্য়ালেন্ডার ? প্রশ্ন রাজনৈতিক মহলে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাতারাতি বদলে গেল তৃণমূলের ক্য়ালেন্ডার! কিন্তু কেন এমনটা হল? তবে কি শীর্ষনেতৃত্বের ছবির সাইজই এর কারণ? সূত্রের খবর, নতুন বছরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে দলীয় পদাধিকারীদের কাছে পৌঁছে গেছিল ক্যালেন্ডার। ক্যালেন্ডারে লেখা ছিল, সৌভ্রাতৃত্বের নতুন বছরে সম্প্রীতির আলো। নীচে লেখা, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত'। সূত্রের খবর, কলকাতা থেকে জেলার নেতাদের কাছে এই ক্যালেন্ডার পৌঁছে যেতেই দলের অন্দরে শুরু হয়ে যায় শোরগোল। এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই ক্যালেন্ডার ব্যবহার বা বিতরণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় দলের জেলা সভাপতিদের। এরপর সামনে আসে নতুন ক্যালেন্ডার। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিই আছে। তবে ছবিগুলোর সাইজ পাল্টে গেছে! তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, প্রথম ক্য়ালেন্ডারের মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চেয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি বড় ছিলে বলেই কি তা পাল্টে তৃণমূল নেত্রীর ছবি বড় করা হল? কুণাল ঘোষ বলছেন--- 'কে কী ক্যালেন্ডার পাঠিয়েছে জানি না। তৃণমূলের ক্যালেন্ডার হবে আর মমতার ছবি বড় হবে না এটা হতে পারে না। অভিষেকের ছবি তো থাকবেই।'