TMC: চাঁদার নামে 'জুলুমবাজি'র অভিযোগ, পড়ল পোস্টার
চাঁদার নামে 'জুলুমবাজি'র অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে পোস্টার পড়ল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। পায়ের নীচে মাটি নেই বলেই এমন অভিযোগ তুলছে কংগ্রেস, কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)। চাঁদা তোলা বন্ধ না হলে, আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি (BJP)।