TMC: সাগরদিঘিতে ব্লক সভাপতি পদ রদবদল
মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনে পরাজিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। বদলে আনা হল সংখ্য়ালঘু মুখ শামসুল হুদাকে। রদবদল করলেও সংখ্যালঘু ভোট ফেরাতে পারবে না তৃণমূল। কটাক্ষ করেছে কংগ্রেস। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)।