Locket Chatterjee: হুগলির ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায়কে উদ্দ্যশ্য করে 'চোর চোর' স্লোগান
ABP Ananda LIVE: হুগলির (Hooghly) ধনেখালিতে (Dhaniakhali) লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) উদ্দ্যশ্য করে চোর চোর স্লোগান। বিজেপি (BJP_)সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে উদ্দ্যশ্য করে চোর স্লোগান তৃণমূলের। ধনেখাবিতে হনুমান পুজো করে ফেরার পথে লকেটকে উদ্দেশ্যে করে চোর স্লোগান দেওয়া হয়। তৃণমূল মঞ্চ থেকে তাঁকে উদ্দ্যশ্য করে চোর স্লোগান। 'তৃণমূলের প্রত্যেকটা লোক আগে নিজেরা আয়নার দিকে তাকাক, নিজেদের নেতা-মন্ত্রী সবাই জেলে রয়েছে', পাল্টা আক্রমণ লকেটের।