Barasat Update: অপহরণের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর। ABP Ananda Live

Continues below advertisement

Barasat Update: এবার অপহরণের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর। বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে বিরাট অঙ্কের মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। সেপ্টেম্বরের একদম শুরুতে ত্রিপুরার এক ব্যবসায়ীকে খড়দার  একটি আবাসনের পার্কিং লট থেকে অপহরণের ঘটনা শোরগোল ফেলেছিল। এক পরিচিতের বাড়িতে এসেছিলেন ওই ব্যবসায়ী । সেই সময়ই আবাসনের নিচে পার্কিং লট থেকে তাঁকে অপহরণ করা হয় । তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ ও পরে সিআইডি । আগেই গ্রেফতার করা হয়েছিল ৭ জনকে। আর এবার তাদের জেরা করে উপযুক্ত যোগসূত্র পেয়ে গ্রেফতার করা হল বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে। বারাসাত থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ত্রিপুরার ব্যবসায়ীকে। এরই মধ্যে গ্রেফতার করা হয় ৭ জনকে। এই ৭ জন বারাসাত ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সহযোগী। তাঁদের কথাবার্তার সূত্র ধরেই তদন্তকারী অফিসাররা তৃণমূল কাউন্সিলরের সঙ্গে অপহরণের পরিকল্পনার যোগসূত্র পান।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram