Behala News: 'পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করছিলেন, তার প্রতিবাদ করেছি', মন্তব্য সুদীপ পোল্লের

ABP Ananda LIVE: এবার কি চার্চের জমিতেও 'নজর' তৃণমূলের? বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকির অভিযোগ। অভিযোগ ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লের দলবলের বিরুদ্ধে। একাধিক অভিযোগ জানিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ডায়সেস অফ ক্যালকাটা।

ফের মহিলাকে মারধর শাসক নেতার! ভাইরাল হল ভিডিও। এবার মাথাভাঙার হাজরাহাটে জমি বিবাদের জেরে পুলিশের সামনেই মহিলাকে মারধর করলেন তৃণমূলের উপপ্রধানের ভাই। জুতো হাতে মহিলার দিকে তেড়ে গেলেন তৃণমূল নেতা। পুলিশের সামনেই চলল একের পর এক লাথি। করাত হাতে তেড়ে গেলেন আরও এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। ঘটনাস্থলে তিনি ছিলেন না বলে দাবি করেছেন হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলি। উপপ্রধান ও তাঁর ভাই এরশাদ আলির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আক্রান্ত মহিলা। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola