TMC: 'কেন অভিযোগ করছে জানা নেই', বউবাজারের ঘটনায় বললেন বিশ্বরূপ দে। ABP Ananda Live

Continues below advertisement

Kolkata: রবিবার রাতে উত্তাল বউবাজার। যেন রণক্ষেত্র ! গলিজুড়ে কাচের টুকরো। ভেঙে চুরমার গাড়ির কাচ। বাইকগুলোর বেহাল দশা। ছুটির দিনের শেষ লগ্নে উত্তাল বউবাজারের নবীন চন্দ্র বড়াল লেন। অভিযোগ, তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করেই নবীন চন্দ্র বড়াল লেনে মধ্যরাতে এই ধুন্ধুমার। রবিবার রাত ১১টার পর এলাকায় একদল বহিরাগত দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। রাতে বাইকে এবং হেঁটে এলাকায় সিনেমার কায়দায় ঢুকে পড়ে মারমুখী যুবকরা। প্রায় ৪০-৫০ জনের একটি দল ঢুকে পড়ে গলিতে। গাছের ডাল ও লোহার রড দিয়ে প্রথমেই বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। তারপর ভাঙচুর করা হয় কয়েকটি বাইক ও গাড়ি। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram