KMC Chaos: বিজেপির বরাদ্দ চেয়ারে বসতে যান তৃণমূল কাউন্সিলর, বাধা দিলে ডেস্কে রাখা বই, নথি ছোড়ার অভিযোগ | ABP Ananda LIVE
Continues below advertisement
চেয়ার নিয়ে তুলকালাম কলকাতা পুরসভার অধিবেশনে। মীনাদেবী পুরোহিতের বরাদ্দ চেয়ারে বসতে যান তৃণমূল কাউন্সিলর, দাবি বিজেপির। আপত্তি জানালে পরিষদীয় দলনেত্রীর ডেস্কে রাখা বই, নথি ছুড়ে ফেলার অভিযোগ। তৃণমূল কাউন্সিলর সামসুজ্জামান আনসারির বিরুদ্ধে নথি ছুড়ে ফেলার অভিযোগ। বাধা দিতে গেলে বিজেপি কাউন্সিলরদের সঙ্গে তৃণমূলের বচসা। তৃণমূলকে নিশানা করে সুর চড়ান বামপন্থী কাউন্সিলররাও। শাসক-বিরোধী তরজায় উত্তাল কলকাতা পুরসভার অধিবেশন। বেশ কিছুক্ষণের জন্য স্থগিত রইল পুর-অধিবেশনের কাজ।
Continues below advertisement