Dev Adhikari: লোকসভা ভোটের মুখে আলোচনার কেন্দ্রে দেব, তিন তিনটি পদ থেকে ইস্তফা
দুর্নীতি ঢাকতেই একসঙ্গে তিন তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। পোস্টার হাতে ঘাটালে স্লোগান দিয়ে অভিযোগ বিজেপির। সময়ের অভাব, দাবি দেবের ঘনিষ্ঠ মহলের। বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।