Firhad Hakim: 'যারা পুলিশের সমালোচনা করে তারা সমাজবিরোধী'। পুলিশের ঢাল হয়ে দাঁড়িয়ে আক্রমণে ফিরহাদ

ABP Ananda LIVE: 'যারা পুলিশের সমালোচনা করে তারা সমাজবিরোধী'। পুলিশ দিবসের অনুষ্ঠানে সমালোচকদের দাগিয়ে দিলেন পুরমন্ত্রী ! 'পুলিশের এক-আধটা ভুল হয়ে গেলে, কলঙ্কিত করার চেষ্টা চলে'। 'যারা বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা সমাজের বন্ধু হতে পারে না'। পুলিশের ঢাল হয়ে দাঁড়িয়ে সমালোচকদেরই আক্রমণে ফিরহাদ হাকিম। 

 

 

চাকরি ফেরতের দাবিতে ফের পথে 'যোগ্যরা'

চাকরি ফেরতের দাবিতে ফের পথে 'যোগ্যরা'। SSC ভবন অভিযানের আগে টানটান উত্তেজনা। পুলিশের 'না', আদালতের অনুমতিতে SSC ভবন অভিযান। দাগি-তালিকা সামনে, 'যোগ্য' শিক্ষকদের পুনর্বহালের দাবি। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে যাওয়ার অনুমতি হাইকোর্টের। বিকেল ৪টেয় আচার্য সদনে যেতে অনুমতি হাইকোর্টের। SSC ভবন পর্যন্ত চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে যাওয়ার অনুমতি হাইকোর্টের। সুমন বিশ্বাস সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল যাবে, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola