TMC: জোড়াসাঁকোয় শাহের পৌঁছনো নিয়ে ক্ষোভ উগরে দেন ফিরহাদ

Continues below advertisement

মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকালেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যান ফিরহাদ। সেখানে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তিনি। জোড়াসাঁকোয় শাহের পৌঁছনো নিয়ে প্রতিক্রিয়া চাইলে ক্ষোভ উগরে দেন ফিরহাদ। বলেন, "মণিপুর বিজেপি-র রাজ্য। উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জাতি দাঙ্গা হচ্ছে সেখানে। লুঠপাট চলছে। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। করা হয়েছে অগ্নিসংযোগ। সেখানে যাওয়ার দরকার ছিল ওঁর। অথচ সেখানে না গিয়ে, বাংলায় আসছেন। ২০২৪-এ লোকসভা নির্বাচন। তাই রাজনীতি করছেন।"

কিছু দিন আগেই, বঙ্গসফরে এসেছিলেন শাহ। বীরভূমে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে বিজেপি (BJP)-র জন্য রাজ্য থেকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। সে প্রসঙ্গে ফিরহাদের বক্তব্য, "৩৫ হবে না ওঁদের। স্বপ্ন হয়েই থেকে যাবে। বাঙালির ঘরে যত ভাইবোন সব এক হোক, এক হোক।" বাংলার মানুষ বিভেদের রাজনীতি মেনে নেন না বলেও মন্তব্য করেন ফিরহাদ। বলেন, "বাঙালির আবেগকে নাড়া দিতে পারবেন না ওঁরা। ২০২১-এও পারেননি। ২০২৪-এও পারবেন না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram