Firhad HAkim: 'এটা পাপ, দুর্নীতি করা অন্যায়', প্রতিষ্ঠা দিবসে মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের | ABP Ananda LIVE
TMC Foundation: তৃণমূলে দুর্নীতি (TMC) হয়েছে, মানলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad hakim)। 'কিছু মানুষ নিশ্চিত ভাবে দুর্নীতি করেছে, অন্যায় করেছে, তার মানে সবাই দোষী নয়'। 'চাকরি দিয়ে টাকা নেওয়া আর মায়ের মাংস কেটে খাওয়া সমান'। 'এটা পাপ, দুর্নীতি করা অন্যায়'।তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে (TMC Foundation Day) মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের।