Humayun Kabir : হুমায়ুন কবীর এবার 'অভিমানী' I তৃণমূলে ব্রাত্য হয়ে যাওয়ার অভিযোগ

ABP Ananda LIVE : ছাব্বিশের আগে পুরনো দল কংগ্রেসে ফিরছেন হুমায়ুন কবীর? জল্পনা উস্কে বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'গত ২ মাস ধরে কংগ্রেস হাইকম্যান্ড থেকে যোগাযোগ করছে। এখনই কংগ্রেসে যাওয়ার প্রয়োজনীয়তা দেখছি না। মুর্শিদাবাদ জেলায় অনেক জুনিয়র দায়িত্বপালন করছেন। আমাকে না সরানো পর্যন্ত আমি তৃণমূলনেত্রীকে ছেড়ে যাব না। সাওনী সিংহ রায়, অপূর্ব সরকার, আবু তাহের, খলিলুর রহমান রাজনীতিতে আমার জুনিয়র। জেলার রাজনীতিতে সম্মান পাচ্ছি না, আমি ব্রাত্য হয়ে গেছি। জেলায় অনেকের থেকে আমার যোগ্যতা বেশি। প্রমাণ-সহ রিপোর্ট দিয়ে তৃণমূলনেত্রীকে বোঝাব'।

 

অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আগামীকাল আলিপুরদুয়ারে তাঁর সভা

অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আগামীকাল আলিপুরদুয়ারে তাঁর সভা। কাল দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা। সভার আগে প্রধানমন্ত্রীর কাটআউটে ছয়লাপ আলিপুরদুয়ার শহর। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে নরেন্দ্র মোদির বড় কাটআউট। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর ছবি-সহ ব্যানার, হোর্ডিংও লাগানো হয়েছে। আলিপুরদুয়ার শহরের প্রধান রাস্তা বক্সা ফিডার রোড মুড়ে ফেলা হয়েছে বিজেপির পতাকায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মঞ্চ তৈরির প্রস্তুতিও চলছে জোরকদমে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola