TMC Inner Clash: মন্ত্রীমশাইদের কেউ কেউ ষড়যন্ত্রীমশাইও। কল্যাণের পর এবার বিস্ফোরক মদন

ABP Ananda Live: দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে। কেউ রাতারাতি একশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে! দলের একাংশকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য় করলেন মদন মিত্র। দলীয় পদ নিয়েও এই টাকার খেলা চলছে বলে অভিযোগ কামারহাটির বিধায়কের। পাশাপাশি, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের সুরেই মন্ত্রীদের একাংশকে আক্রমণ করেছেন মদন মিত্র।

 

 রাত পেরোলেই বাজেট পেশ নির্মলার, গ্রামীণ ভারতের জন্য কোন পথে সরকার ?

 

 

চব্বিশ-পঁচিশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, ভারতের গ্রামীণ এলাকায় জীবন যাত্রার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে সরকার। যেখানে সারা দেশের গ্রামীণ পরিবারগুলি , ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি- মধ্যস্থতাকারীদের  (self-help groups and other intermediaries) মাধ্যমে সহজে ক্রেডিটের সুবিধা পাবে।যা গ্রামীণ ভারতের পেশাগত দিক থেকে, গ্রামীণ আবসান, স্যানিটেশন, জ্বালানি, সামাজিক সুরক্ষা ও যোগাযোগের উদ্যোগকে বাস্তবায়িত করবে।

দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের সামগ্রিক উন্নতির দিকে চিন্তা ভাবনা রয়েছে ভারত সরকারের। তাই হিতকর যে কৃষি প্রকল্পগুলি রয়েছে, সেখানে বেশি পরিমাণেই বরাদ্দ থাকবে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি কর্ম সংস্থান তৈরিতেও নজর দেওয়া হবে।  মূলত আগামী দশবছরে একটা বড়সড় বিনিয়োগের প্রয়োজন রয়েছে। তাই বিনিয়োগ বাড়ানো হতে পারে বলেই আশা। বাকিটা রাত পোহালেই টের পাওয়া যাবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola