Tmc Inner Clash: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা । বাঁশ-লাঠি নিয়ে দু'পক্ষের লোকজন একে অপরের ওপর আক্রমণ করে বলে অভিযোগ । ঘটনায় জখম হয়েছেন উভয়পক্ষের ৪ জন । আহতরা বারাসাত জেলা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । খবর পেয়ে হাসপাতালে আহত তৃণমূল কর্মীদের দেখতে যান আমডাঙার বিধায়ক রফিকুর রহমান
নাবালক খুনের ঘটনার পর ছেলেধরা নিয়ে গুজবের জেরে (Child theft rumors) মহিলা সহ তিনজনকে গণপিটুনি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরগরম বারাসত (Barasat Mass beaten)। এবার গুজবের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রচার (Police Campaign) করলেন স্বয়ং জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া। যেখানে পুলিশের সামনেই ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছিল সেখানেও রাস্তায় নেমে গুজব রুখতে প্রচার চালাতে দেখা গেল তাঁকে। এই বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথাও বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। গুজবের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্যই সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি। বুধবারই সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার জানিয়ে ছিলেন, কাজী পাড়ায় যা ঘটেছে তা ছিল একটি খুনের ঘটনা। এর সঙ্গে ছেলেধরার কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষের কাছে অপপ্রচারে কান না দেওয়ার আবেদনও করেছিলেন।