TMC Inner Clash: তৃণমূল নতুন ব্লক সভাপতি তালিকা প্রকাশের পরে প্রকাশ্যে শাসকের অন্তর্দ্বন্দ্ব
ABP Ananda LIVE: তৃণমূল নতুন ব্লক সভাপতি তালিকা প্রকাশের পরে প্রকাশ্যে শাসকের অন্তর্দ্বন্দ্ব। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সভাপতি পরিবর্তন হতেই প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ। প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মনের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ নব নির্বাচিত ব্লক সভাপতির বিরুদ্ধে। হামলার অভিযোগ নব নির্বাচিত ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের অনুগামীদের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি নব নির্বাচিত ব্লক সভাপতির। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল নেতৃত্বের।
বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় কাটল তাল, সভা চলাকালীন নিয়োগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড
বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় কাটল তাল, সভা চলাকালীন নিয়োগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড। 'আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর,',দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর আক্রমণের পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর । ভোট এলেই NRC, ভোটার তালিকায় নাম কাটতে হবে। নির্বাচন কমিশন দয়া করে বিজেপি-র ললিপপ হবেন না। তাহেল দেশের মানুষ ক্ষমা করবেন না। বলছে বাংলায় নাকি বাংলাদেশীরা থাকেন। দেশভাগের পর আপনারা কী করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন, পঞ্জাবকে ভাগ করেছিলেন। আন্দামানের সেলুলার জেলে চলে যান। ওখানে দেখবেন ৯০ শতাংশ উপর বাঙালি ছিলেন। ১০ শতাংশ ছিল পাঞ্জাবি। বাংলাকে শায়েস্তা করতে পারবে না জেনেই বাংলাকে ভাগ করে। পাঞ্জাবকেও ভাগ করেছিল। কই সেকথা তো বলো না। বাংলাদেশ তো আমরা তৈরি করিনি। তোমরা করেছো! তোমাদের প্রপিতামহরা করেছে। এখন বাংলাকে দেখে লুচির মতো ফোলে: মমতা।