TMC News: 'দল কঠোর অবস্থান নিয়েছে', দুই কাউন্সিলরকে শো-কজের ঘটনায় বললেন জয়প্রকাশ।

Continues below advertisement

Jayprakash Majumdar: ২ কাউন্সিলরের সংঘাত। স্বরাজ মণ্ডল ও তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করল তৃণমূল। দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী তাণ্ডব। রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী হানা। বাঁশ-লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ। হামলায় আহত তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের ৩ অনুগামী ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। ২ কাউন্সিলরের সংঘাত, শোকজ করল তৃণমূল। 'গত কয়েকদিন কলকাতা পুরসভার কিছু কিছু কাউন্সিলরের অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। এ বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের ডিসিপ্লিনারি কমিটি ২ কাউন্সিলরকে শো কজ করেছে। ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করা হয়েছে। তাঁদের আচরণের ফলে দলের মুখ মলিন হয়েছে, এই মর্মে তাঁদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে', জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram