Tmc News: লন্ডনের কেলগ-কাণ্ডের প্রতিবাদ নিয়ে ফের সামনে এল তৃণমূলের মতানৈক্য় | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: লন্ডনের কেলগ-কাণ্ডের প্রতিবাদ নিয়ে ফের সামনে এল তৃণমূলের মতানৈক্য়। দলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে এবার মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্য়ায়। তিনি বলেন, যে ছাত্র পরিষদ আমাদের নিউক্লিয়াস, সেই ছাত্র পরিষদ কেন লড়াই করল না? কেন রাস্তায় নামল না? কেন বিক্ষোভ হল না? এর আগে দলেরই একাংশের ভূমিকায় প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, দেবাংশু ভট্টাচার্যরা।

আরও খবর..

বাংলার পরে গুজরাত, ফের বাজি কাড়ল প্রাণ!  গুজরাতের বনসকাণ্ঠায় বেআইনি বাজির কারবার, ১৮ জনের মৃত্যু হয়েছে।  গুজরাতের বনসকাণ্ঠায় বাজির গুদামে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়েছে বলে পিটিআই সূত্রে খবর। বাড়তে পারে মৃত্যুমিছিল, এমনটাই আশঙ্কা।                     

বেআইনি বাজির গুদামে বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনায় আহত আরও ৫ জন। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে উড়ল বাজি গুদামের ছাদ। ধ্বংসস্তূপে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা। 

দিসা শহরের কাছে একটি শিল্প এলাকায় সকাল ৯.৪৫ নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানিয়েছেন, ভয়াবহ বিস্ফোরণের পর ভবনের স্ল্যাব ধসে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, নিহতরা মধ্যপ্রদেশের শ্রমিক এবং তাদের পরিবারের সদস্য এবং তাদের বেশিরভাগই তাদের উপর স্ল্যাব ধসে মৃত্যু হয়েছে।                             

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola