Somnath Shyam: সোমনাথ শ্যামের 'হলুদ ফাইল' হুঁশিয়ারি, নাম না করে নিশানা অর্জুন সিংহকে
Continues below advertisement
ABP Ananda LIVE: ফের নাম না করে নিশানা অর্জুন সিংহকে(Arjun Singh)। 'নেপাল (Nepal) সীমান্তে কার পরিবারের লোক মাদক-সহ ধরা পড়েছিল?' 'হলুদ ফাইল খুললে সব ফাঁস হয়ে যাবে'। 'গোপাল মজুমদার (Gopal Majumdar) থেকে ভিকি যাদব (Vicky Yadav), কে করাল একের পর এক খুন?' এখানকার কেউই টাকা দিয়ে খুন করিয়েছে, বিস্ফোরক জগদ্দলের তৃণমূল বিধায়ক। 'ভিকি খুনের মাস্টার মাইন্ড পাপ্পু, চাচার ইশারা ছাড়া এক ইঞ্চিও নড়ে না পাপ্পু'। জগদ্দলের অনুষ্ঠানে নাম না করে অর্জুন সিংহকে আক্রমণ সোমনাথ শ্যামের। এই নিয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের প্রতিক্রিয়া মেলেনি।
Continues below advertisement