TMC News: TMCকর্মীদের বিরুদ্ধেই কটূক্তি, কামারহাটিতে পল্লি কমিটির বৈঠকে হেনস্থার অভিযোগ কাউন্সিলরের

Continues below advertisement

ABP Ananda LIVE: দলীয় কর্মীদের হাতেই হেনস্থার শিকার খোদ তৃণমূলেরই কাউন্সিলর(TMC Councellor)? তৃণমূলকর্মীদের বিরুদ্ধেই কটূক্তি, শ্লীলতাহানির অভিযোগ কাউন্সিলরের! কামারহাটিতে পল্লি কমিটির বৈঠকে হেনস্থার অভিযোগ কাউন্সিলরের। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি, কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে বললেন মদন। 'জোর করে কমিটি বদলাতে গিয়েছল, কারা কী করেছে জানান নেই', কাউন্সিলরের অভিযোগ উড়িয়ে দাবি অভিযুক্ত তৃণমূলকর্মীর।

 রাহুল গাঁধী বলেন, ' আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করেছি। এরপরেই তিনি কটাক্ষ করে বলেন, ' ভাল লাগছে, প্রতি দু-তিন মিনিট অন্তর বিজেপি লোকেরা সংবিধান- সংবিধান -সংবিধান করে চলেছে।' এরপরেই তিনি বলেন, 'ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করলেই প্রতিহিংসা। সংসদে বিরোধী আসনে বসে আমি আনন্দিত ও গর্বিত। আইডিয়া অফ ইন্ডিয়ার উপর হামলা হয়েছে।' মূলত  দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ ৩ নতুন আইন। আইপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram