TMC Inner Clash: ফের বিজয়া সম্মিলনী ঘিরে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'!

Continues below advertisement

ABP Ananda LIVE: ফের বিজয়া সম্মিলনী ঘিরে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'! হাড়োয়ার বিধায়কের আয়োজিত বিজয়া সম্মিলনীতে গরহাজির একাধিক নেতা। গতকাল তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের উদ্যোগে বেলিয়াঘাটা বাজারে বিজয়া সম্মিলনী। বিজয়া সম্মিলনীতে ডাক না পাওয়ার অভিযোগ জেলার একাধিক তৃণমূল নেতার। গরহাজির ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান-সহ দলের একাধিক নেতা । আমন্ত্রণই পাননি, দাবি গরহাজির তৃণমূল নেতা-নেত্রীদের । গোষ্ঠীদ্বন্দ্বর কথা অস্বীকার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের । যদিও কোন্দলের কথা কার্যত স্বীকার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির।

 

জন্ম-মৃত্য়ু শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে!

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট!ভোটের লাইনে দাঁড়ানোর আগে, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের তোড়জোড় চলছে জোর কদমে।এই আবহেই, জন্ম-মৃত্য়ু শংসাপত্র নিয়ে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ সামনে এল।টাকার বিনিময়ে শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠল খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে।অভিযোগ, গত তিনমাসে গ্রামীণ এই স্বাস্থ্যকেন্দ্রে প্রায় হাজার খানেক জন্ম-মৃত্য়ু শংসাপত্র দেওয়া হয়।অস্বাভাবিক হারে শংসাপত্র দেওয়ায় সন্দেহ তৈরি হয় স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক শফিউল আলম মল্লিকের। তাঁর দাবি, এরপরই বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান তিনি।এই ঘটনায় নাম জড়ায় খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের অস্থায়ী কর্মী ও ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার।যিনি আবার, এলাকারই তৃণমূল নেত্রী পপি সাহার ছেলে!স্বাস্থ্য দফতরের প্রাথমিক তদন্তের পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ওই দুজনকে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে সামিল হয় CPM ও বাম ছাত্র সংগঠন DYFI এরপরই হাসপাতালের অস্থায়ী কর্মী ও ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার বিরুদ্ধে FIR করে স্বাস্থ্য দফতর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola