TMC Inner Clash: হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র মালদার রতুয়া। ABP Ananda Live
হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র মালদার রতুয়ার বাটনা এলাকা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। রতুয়ার বাটনা হাই মাদ্রাসায় ৬টি আসনে শাসকদলের দুই গোষ্ঠী আলাদাভাবে প্রার্থী দিয়েছে। এই নিয়ে নির্বাচনের আগে থেকেই এলাকায় উত্তেজনা ছিল। এদিন ভোট শুরু হওয়ার ঘণ্টাদুয়েকের মধ্যেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। চলে বাইক ভাঙচুর। নির্বাচনী ক্যাম্পেও ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।