TMC News: TMC-ISF'র সংঘর্ষে উত্তপ্ত হাবড়া, গুরুতর আহত ২ তৃণমূল কর্মী

তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত  হাবড়া। হাবড়ার রাউতারা গ্রামে তৃণমূল- আইএসএফ সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত ২ তৃণমূল কর্মী।  আহতরা বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন।  আইএসএফের বিরুদ্ধে তাদের কর্মীদের ওপর হামলার অভিযোগে সরব তৃণমূল। ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ।  আইএসএফের পাল্টা দাবি, তাদের পতাকা খুলে ফেলে দিচ্ছিল তৃণমূল।  প্রতিবাদ করায়  শাসক দলের কর্মীরা হামলা করে বলে অভিযোগ। প্রতিরোধ করতে গেলে দু'পক্ষের মধ্য়ে বচসা বাধে বলে দাবি। ঘটনায় দুই আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola