TMC: তৃণমূলের জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতিকে 'মারধর', অভিযুক্ত দলেরই অপর গোষ্ঠী
এলাকা দখলকে কেন্দ্র করে গড়িয়া স্টেশনের কাছে নতুন দিয়াড়ায় তৃণমূলের জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতিকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতি।
Tags :
Garia ABP Ananda Tmc ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Bangla News Abp Ananda Live Jai Hind Team