Jyotipriyo Mullick:ফের সিপিএমকে কার্যত বয়কটের ডাক দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।ABP Ananda Live
ফের সিপিএমকে কার্যত বয়কটের ডাক দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। নিজের পুরোনো বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে আক্রমণ শানালেন তিন। যদিও তাঁর মন্তব্যের সঙ্গে একমত নন পুরমন্ত্রী। তাঁর দাবি, দল নয়, মানুষ আগে। বড় নেতা হওয়ার জন্য এসব বলছেন, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী।
Tags :
Tmc ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Cpm BanglaNews Jyotipriyomullick