Kanchan Mullick : হাসপাতালে সস্ত্রীক কাঞ্চন মল্লিকের 'দাদাগিরি'র আভিযোগ ! TMC News
ABP Ananda LIVE : সস্ত্রীক কাঞ্চন মল্লিকের 'দাদাগিরি' হাসপাতালে ! স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে 'দাদাগিরি' তৃণমূল বিধায়কের। আত্মীয়ের চিকিৎসা করাতে হাসপাতালে যান তৃণমূল বিধায়ক। 'আউটডোরে ভিড় থাকায় মেজাজ হারিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার'। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ । কাঞ্চনের বিরুদ্ধে বিভাগীয় প্রধানকে বদলির হুঁশিয়ারির অভিযোগ । বিধায়কের আচরণের প্রতিবাদে বাকি রোগীর পরিজনদের, খবর হাসপাতাল সূত্রে। যোগাযোগের চেষ্টা করা হলেও কাঞ্চন মল্লিকের প্রতিক্রিয়া মেলেনি।
SSC Case Live Update: 'চিহ্নিত দাগি'দের পরীক্ষায় বসাতে মরিয়া রাজ্য ও SSC
'চিহ্নিত দাগি'দের পরীক্ষায় বসাতে মরিয়া রাজ্য ও SSC
'চিহ্নিত দাগি'দের নিয়োগে অংশ নিতে না দিলে তাঁদের অপূরণীয় ক্ষতি, সওয়াল কমিশনের
'এখনও পর্যন্ত ২ লক্ষ ৬০ হাজার আবেদন জমা পড়েছে'
'তার মধ্যে মাত্র ১৮৮ জন 'চিহ্নিত দাগি' আবেদন করেছেন'
মোট 'চিহ্নিত দাগি' ১৮০১ জন, হাইকোর্টে জানাল SSC
'চিহ্নিত দাগি'দের নিয়োগে অংশ নিতে না দিলে মৌলিক অধিকারে হস্তক্ষেপ, সওয়াল রাজ্যের
'যেটা কেড়ে নেওয়ার ছিল সেটা সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে কেড়েছে'
যেটা দেওয়ার ছিল সেটাও নির্দিষ্ট ভাবে দিয়েছে, সওয়াল রাজ্যের
সুপ্রিম কোর্ট এদের ভবিষ্যৎ অধিকার কেড়ে নিতে চায়নি, সওয়াল রাজ্যের, কাল ফের শুনানি