Firhad Hakim: মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিয়ে একটা ভোটে জিতে দেখাও, আক্রমণ ফিরহাদের

Continues below advertisement

ABP Ananda Live: অবিলম্বে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে পুলিশমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন হুমায়ুন কবীর। আজ তার পাল্টা মুখ খুললেন ফিরহাদ হাকিম এবং মদন মিত্র। কলকাতার মেয়র বললেন, যারা বড় বড় কথা বলে, তাদের বলব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিয়ে একটা ভোটে জিতে দেখাও। অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমে সে আসবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন সবকিছু করতে সক্ষম।'' একই সুরে পাল্টা আক্রমণ করে ভরতপুরের তৃণমূল বিধায়ককে তৃণমূলের জামা ছেড়ে ভোটে দাঁড়ানোর চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন মদন মিত্র। অন্য়দিকে, ডেবরার তৃণমূল বিধায়ক, আরেক হুমায়ুন কবীরও বলছেন, যা সিদ্ধান্ত নেওয়ার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই নেবেন।

সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায়, দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার করল কলকাতা পুলিশ। বন্ডেল গেটের কাছে একটি গলি থেকে উদ্ধার হয়েছে স্কুটারটি। পুলিশ সূত্রে খবর, এই গলিতে স্কুটার রেখে রেল লাইন দিয়ে বালিগঞ্জের দিকে যেতে দেখা গেছে এক দুষ্কৃতীকে। CCTV-তে ধরা পড়েছে সেই দৃশ্য়। 

স্কুটারে বসিয়েই অপারেশনে পাঠানো হয়েছিল শ্য়ুটারকে। কিন্তু, অপারেশন অসফল হওয়ায় কপালজোরে বেঁচে গেছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। দু'হাত দূরে দাঁড়িয়ে আততায়ী আগ্নেয়াস্ত্র তাক করার পরও, গুলি বেরোয়নি। কসবায় হামলাকাণ্ডের ৪ দিনের মাথায় উদ্ধার হল সেই স্কুটার। মঙ্গলবার, বন্ডেল গেটের কাছে, ধর্মতলার রোডের একটা গলি থেকে মেরুন রঙের স্কুটারটি উদ্ধার করে, কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। হামলাকারী যুবরাজ ধরা পড়ে যাওয়ার পর যে ব্য়ক্তি এই স্কুটারে চেপে যাচ্ছিল, তার গতিবিধিও ধরা পড়েছে CCTV ফুটেজে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram