TMC News:'অভিষেক যে পেন ড্রাইভ পাঠিয়েছেন, সেই তথ্য মুখস্ত করুন',অনুরাগ ঠাকুরকে পাল্টা আক্রমণে কুণাল
ABP Ananda LIVE : ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাগযুদ্ধ সপ্তমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোটার তালিকার বিভিন্ন অংশ তুলে ধরে গরমিলের অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। ভুয়ো ভোটার নিয়ে অনুরাগ ঠাকুরকে পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অনুরাগ ঠাকুরের বাসভবনে প্রতিনিধি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পেন ড্রাইভে করে ভিডিও দিয়ে আসেন অভিষেকের প্রতিনিধি। এদিকে পাল্টা মন্তব্য করেছে তৃণমূল। এদিন তাঁরা বলেন, 'হোমওয়ার্ক না করেই অভিযোগ অনুরাগ ঠাকুরের। অনুরাগ ঠাকুরকে পেন ড্রাইভে তথ্য পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সব ঠিকানায় গিয়ে যাচাই করুন অনুরাগ ঠাকুর। সাড়ে ৭ লক্ষ ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাড়ে ৭ লক্ষ ভোটে হারের ধাক্কা সামলাতে পারছে না বিজেপি'।এর আগে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র নিয়ে অনুরাগ ঠাকুরের আক্রমণের পাল্টা চ্যালেঞ্জও করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।