Kunal Ghosh: রাশিয়ায় কোন ক্যামিকাল পাওয়া যায় এ ব্যাপারে অর্জুন সিংহর অভিজ্ঞতা আছে: কুণাল
ABP Ananda Live: 'কোন ক্যামিকাল মানুষ মারার জন্য আসে, রাশিয়ায় কোন ক্যামিকাল পাওয়া যায়, কোন ক্যামিকাল আজকে স্প্রে করলে লেট রিয়াকসন হয় এবং মানুষ মারা যায় এব্যাপারে অর্জুন সিংহর যে অভিজ্ঞতা এবং মূল্যবান যে পর্যবেক্ষণ এগুলো অর্জুন সিংহের আছে, বাকিদের কারও নেই। রেগে গিয়েই হয়ত আন্তর্জাতিক রাসায়নের অভিজ্ঞতাগুলো বলছে', বললেন কুণাল ঘোষ।
ফের কলকাতা পুরসভায় সাপের দেখা মিলল। পুরসভার দোতলায় ক্লাবরুমের বাইরে, বারান্দায় দেখা মিলল সাপের। একদিন আগেই ডেপুটি মেয়রের ঘরে সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। বার বার সাপের দেখা পেয়ে আতঙ্কিত পুরসভার কর্মীরা। বনদফতরের কর্মীরা মেয়র ফিরহাদ হাকিমের ঘরে পৌঁছন বৃহস্পতিবার। সাপের খোঁজে সেখানে তল্লাশি চালান তাঁরা। (KMC Snake Fear) কলকাতা পুরসভায় এই নিয়ে দ্বিতীয় দিন সাপ দেখা গেল। এর আগে, বুধবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে একটি সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। এর পর বৃহস্পতিবার সকালে কাউন্সিলরদের ক্লাবরুমের বাইরের বারান্দায় সাপ দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আলিপুর চিড়িয়াখানায়। সেখান থেকে সাপ ধরতে ছুটে আসেন লোকজন। মেয়রের ঘরেও চলে সাপের খোঁজ। (Kolkata News)