Kunal Ghosh : 'একজন বৈধ ভোটার বাদ গেলেই দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও', হুঙ্কার কুণালের

ABP Ananda LIVE: ধর্মীয় কারণে ভারতে আসা প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ছাড়, বাকিদের জন্য ক্যাম্প। ধর্মীয় কারণে ভারতে আসা প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ছাড় । বাকি অনুপ্রবেশকারীদের জন্য আরও কড়া আইন আনল কেন্দ্রীয় সরকার। অনুপ্রবেশকারীদের জন্য দেশজুড়ে ক্যাম্প তৈরি করতে রাজ্যকে নির্দেশ। ইমিগ্রেশন ও ফরেনার্স আইনে বেশ কিছু বদল আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ, প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত ক্যাম্পে রাখার নির্দেশ। অনুপ্রবেশকারীদের মধ্যে বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তানের সংখ্যালঘুদের ছাড়। অনুপ্রবেশ করলেও প্রতিবেশী দেশের অমুসলিম সংখ্যালঘুদের জন্য বিশেষ ছাড়। ৩১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে এলে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিষ্টানদের ছাড় । আইনে বৈধ নথি না থাকলেও সংখ্যালঘুদের ভারতে থাকার অনুমতি । আগে CAA-তে ৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের ঘোষণা। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সিদের নাগরিকত্বের আবেদন করার সম্মতি। পশ্চিমবঙ্গে ভোটের আগে প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের জন্য নতুন নির্দেশিকা কেন্দ্রের। এবার ২০২৪-এর মধ্যে ভারতে ঢুকলে অমুসলিমদের নথি ছাড়াই থাকার অনুমতি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola