Kunal Ghosh: 'কেন্দ্রের বঞ্চনা, বাংলার অধিকারের ন্যায্য পাওনা বাংলাকে না দেওয়া', আক্রমণ কুণালের
ABP Ananda LIVE: 'কেন্দ্রের (central government)বঞ্চনা, বাংলার অধিকারের ন্যায্য পাওনা বাংলাকে না দেওয়া, ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়া। আবাস থেকে শুরু করে ১লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাংলার পাওনা সেটা না দেওয়া। এই ১০০ দিনের কাজ শ্রমজীবী মানুষের জন্য, তাতে গত ৩টি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয়নি কারণ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তারা পরাজিত হয়েছিল। বিজেপি (BJP)পরাজিত হয়েছিল। প্রতিহিংসা থেকে রাজ্যের টাকা দেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেছেন', মন্তব্য কুণালের(kunal ghosh)।
: গত এক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা। ২ জুন ২০২৩: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু। ২৬ অগাস্ট ২০২৩: মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু। ১১ অক্টোবর ২০২৩: বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস, মৃত ৫, আহত ৩০। ২৯ অক্টোবর ২০২৩: বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে। ১৩ জনের মৃত্যু, আহত ৫০। ১৭ জুন, ২০২৪: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সরপ্রেস, মৃত্যু ১০ জনের। ১৮ জুলাই, ২০২৪: চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা, মৃত ৩। ৩০ জুলাই, ২০২৪: হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা, ২ জনের মৃত্যু।