Kunal Ghosh: 'তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকত, যিনি যা দিতেন, ড্রপ বক্সে জমা পড়ত', মন্তবয কুণালের
ABP Ananda LIVE: বন্ড বিতর্কে ( Bond Controversy)অস্বস্তির মুখে এবার তৃণমূলের মুখে ড্রপ বক্সের (Drop Box)তত্ত্ব! ইলেক্টোরাল বন্ডে তৃণমূলের (TMC) ড্রপ বক্সেই ১ হাজার ৬০৯ কোটি? 'তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকত, যিনি যা দিতেন, ড্রপ বক্সে জমা পড়ত'। 'যারা দিতে চেয়েছেন, তারা দিয়ে গেছেন, কোড ছাড়া কারও নাম ছিল না'। নির্বাচনী বন্ড কোটি কোটি টাকা চাঁদা নিয়ে দাবি তৃণমূলের! 'বন্ড নিয়ে আইন এনেছে বিজেপি, সেই আইন আমরা মেনেছি'।