Kunal Ghosh:যদি কোনও কর্মী কোনও অন্যায় কাজ করেও থাকেন সেক্ষেত্রে প্রকাশ্যে তাঁকে মারা ঠিক নয়: কুণাল

Continues below advertisement

ABP Anannda LIVE: 'যাঁরা শুধু জনপ্রতিনিধি নন, তাঁদের তো দায়িত্ব আরও বেশি। যারা সিনিয়র নেতৃত্ব তাঁদের এই প্রকাশ্য আচরণে অনেক বেশি সংযত হওয়া উচিত। যদি কোনও কর্মী কোনও অন্যায় কাজ করে থাকেন সেক্ষেত্রেও প্রকাশ্যে তাঁকে মারা হবে, এইধরনের ভিডিও এইধরনের দৃশ্য ঠিক না। এটা অবাঞ্ছিত ঘটনা', মন্তব্য কুণালের(kunal ghosh)।

সন্দেশখালির পর এবার সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে অত্যাচারের অভিযোগ। অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শিকল দিয়ে বেঁধে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। সালিশি সভা বসিয়ে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ। সালিশি সভায় জামালউদ্দিনের প্রস্তাবে রাজি না হলেই অত্যাচার চালানো হত বলে অভিযোগ। অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি করার অভিযোগ জামালউদ্দিনের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হত না বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, ভয় দেখিয়ে এলাকায় শাসন কায়েম রেখেছিল জামালউদ্দিন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram